প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ৬:৫৭ পিএম প্রিন্টের তারিখ: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫
তানভীর আহমেদ

তানভীর আহমেদ

রংপুর বিভাগীয় প্রতিনিধি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১৯৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন নারী (৪৮) এবং একজন কিশোর (১৪)।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬০, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে দুজন ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৮ জন নারী। আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৫ জন।


সম্পাদক ও প্রকাশক : আরাফাত রহমান

প্রধান উপদেষ্টা : কাজী নাজমুল ইসলাম

ঠিকানা: বাড়ি #123, সড়ক #4, ধানমন্ডি, ঢাকা-1209, বাংলাদেশ

+8801719886601, +8801719886601

info@newsportal.com (সাধারণ তথ্যের জন্য), editor@newsportal.com (সম্পাদকীয়), ads@newsportal.com (বিজ্ঞাপন সংক্রান্ত)

প্রিন্ট করুন